ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে যা বললেন তসলিমা নাসরিন !!

ভারতজুড়ে বি’ক্ষো’ভের মধ্যেই কার্যকর হলো ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন। গত ৭ জানুয়ারি রাতে সরকার এক গেজেট বিজ্ঞপ্তি দিয়ে আইনটি কার্যকরের কথা জানিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। গেজেটে সেদিন থেকেই দেশজুড়ে নতুন নাগরিকত্ব আইন কার্যকরের কথা বলা হয়।

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে তসলিমা নাসরিন বলেন, ‘‘ভ’য়ঙ্কর কিছু হবে না, জানেন। হয়তো ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ তাই এই বিষয়টা দিয়ে একটু ডাইভার্ট করা হয়েছিল। আপনিই বলুন না, এত মুসলিম ভারতে, সবাইকে চলে যেতে বলবে? কোথায় রাখবে তাদের? এটা হবে না। তবে এই আইন নিয়ে যে ভাবে ছড়ানো হয়েছে যে মুসলিমদের তাড়িয়ে দেবে, বিষয়টা এ রকম নয়। আ’তঙ্ক ছড়ানো হচ্ছে। আসলে রাজনীতির কারণে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘হিন্দুরা বাংলাদেশ থেকে চলে আসছে। তার মানে তো এই নয়, সব হিন্দুই আ’ক্রমণের শিকার! কোথাও মন্দির পোড়ানো হয়েছে। তার মানেই ধরে নেওয়া হচ্ছে সব মন্দির ভাঙবে। তাই যদি হত তো সবাই ভাবত আমাদেরও মারবে! পুরো গ্রামই তো চলে আসত তাহলে! আমি তো নিজের দেশেই যেতে পারি না। ঘুরে বেড়াচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। তবুও আমি আশাবাদী। ভারতের সংবিধান খুব পোক্ত। এখানে হিন্দু-মুসলিম নারী-পুরুষের সমান অধিকার আছে। অনেক সেকুলার মানুষও আছেন ভারতে। ছাত্র আন্দোলন দেখে খুব উৎসাহ পাচ্ছি।’’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *