Internation News
মদিনায় বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবায় বিশেষ প্রকল্প !!

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর পরিচ্ছন্ন কর্মীসহ বিদেশি শ্রমিকদের করোনায় স্বাস্থ্য সুরক্ষা দিতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, এ ভা’ইরাস থেকে শুধু নিজেকে সুরক্ষিত করে রাখলে হবে না, আশপাশের সবাইকে সুরক্ষা দিতে হবে। খবর আরব নিউজের।
এ প্রকল্পের আওতায় মদিনার আবাসিক এলাকায় কাজ করা গৃহকর্মী থেকে শুরু পরিচ্ছন্ন কর্মী সবার স্বাস্থ্য পরীক্ষা করে তবেই কাজে নিযুক্ত করা হবে।মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান ২৭ এপ্রিল এ প্রকল্পের ঘোষণা দেন।
তিনি বলেন, এ মহামারী থেকে বাঁচতে হলে আমাদের আশপাশের মানুষগুলোর স্বাস্থ্য পরীক্ষা জরুরি।প্রাথমিকভাবে, আল-খলিল ও আল-অয়োন এলাকায় এ পাইলট প্রকল্প চালু হচ্ছে। এতে ভ্রাম্যমান হাসপাতালে বিনামূল্যে বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে।