মন্ত্রী-এমপিদের নতুন করে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী !!
আবুধাবি যাওয়ার আগে দলের সম্পাদকমন্ডলীর সাথে জরুরি সভায় বসেছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে জানা গেল, দলের মন্ত্রী-এমপিদের নতুন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সামনের সিটি নির্বাচন কেন্দ্রিক প্রচারণায় মন্ত্রী-এমপিদের আচরণবিধি ভঙ্গ না করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
রবিবার (১২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনারত ইতোমধ্যে মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাদের এখতিয়ার কতটুকু তা স্পষ্ট করে দিয়েছেন। এছাড়া, ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ উঠেছিল।