মহাসড়ক ও নৌঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল !!

দেশে প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনার ভ’য়ংকর সংক্রমণ। দেশের এই ভ’য়ানক পরিস্থিতিতে করোনার ঝুঁকি উপেক্ষা করে ঈদ পালনে বাড়ি ফেরা শুরু করেছে হাজার হাজার মানুষ। বিভিন্ন মহাসড়ক ও নৌঘাটে দেখা গেছে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। আজ শনিবার (২৩ মে) ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের ভিড় করতে থাকে।

ফেরিগুলোতে সংক্রমণ ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে যাত্রীরা।এদিকে, অতিরিক্ত যাত্রীদের চাপে ফেরিগুলো লোড করতেও বেশি সময় লাগছে। এ কারণে এখনো পারাপারের অপেক্ষায় আছে ৩ শতাধিক ব্যক্তিগত গাড়ি। হাজার হাজার ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া প্রান্তে।

কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এ নৌরুটে ১১টি ফেরি চলাচল করলেও সারাদিন যাত্রীর চাপ থাকবে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটকর্তৃপক্ষ। ঘরমুখো যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটেও। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *