মানিকগঞ্জে করোনা রোগী নিখোঁজ, জানুন এরপর…

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক করোনা রোগী শনাক্ত হওয়ার পর নিখোঁজ রয়েছে। রোগীর বাড়ি সাটুরিয়া উপজেলার খলিলাবাদ গ্রামে। সে ঢাকায় একটি ফলের দোকানে কাজ করত। তিনি গত শনিবার ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম নিশ্চিত করেছেন। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, করোনা রোগীর নমুনা সংগ্রহ করে গতকাল রবিবার পরীক্ষার জন্য সাভারে পাঠানো হয়। পরদিন সোমবার সকালে তার করোনা পজিটিভ ধরা পরে।

উপজেলা নির্বাহী অফিসার আশরফুল আলম, স্বাস্থ্য কর্মকর্তাসহ আমরা ফোর্স নিয়ে করেনা সনাক্ত রোগীর বাড়ি যাই। বাড়িতে কিংবা আশেপাশে খোজা খোজি করে তাকে পাওয় যায়নি। ইতোমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে। আমরা বিভিন্ন লোক মারফত ও প্রযুক্তির মাধ্যমে খোজার চেষ্টা করছি। বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, সোমবার রোগীর বাড়িতে গিয়ে শুনি সে পাশের গ্রাম মুন্সিচড় গ্রামে আত্মীয় বাড়ি গেছেন এবং সেখানেই অবস্থান করছেন।

পরে ঐ গ্রামে তার খোজে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আমরা তার সংস্পর্সে আসা লুৎফর রহমানের বাড়ি লক ডাউন করি। সাটুরিয়া থানার ওসি তদন্ত আবুল কালাম বলেন, সোমবার (১১ মে) দুপুর আড়াইটা পর্যন্ত করেনা রোগীকে একাধিক ষ্পটে খোজা খোজি করেও পাওয়া যায়নি। করোনা শনাক্ত রোগীকে খুঁজতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *