মাশরাফিকে যাওয়ার সময় যা উপহার দিলেন সতীর্থরা
অধিনায়ক হিসেবেই যে শেষ ম্যাচ ছিলো মাশরাফির। আর অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ হিসেবেই যে যাওয়ার সময় মাশরাফিকে বেশ বড় কিছুই উপহার দিলো সতীর্থরা। সতীর্থরা যেন নিজেদের সিগনেচার করা জার্সি উপহার দিলো মাশরাফিকে।
২০১০ সালে ওয়ানডেতে পথ হারিয়ে ফেলা বাংলাদেশের দায়িত্বভার তুলে নেন নিজের কাঁধে। কিন্তু হাঁটুর ইনজুরি তাকে থাকতে দেয়নি বেশিদিন দলের অধিনায়কের পদে। যদিও ২০১৪ সালে আবারো অধিনায়কত্বের দায়িত্ব বর্তায় তাঁর ওপর।সেই দায়িত্ব যে শেষ হলো আজকেই।