মুসলিম উম্মাহদের শান্তি কামনা করে শেষ হল বিশ্ব ইজতেমা !!

টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা। আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর তুরাগ তীরে লাখো লাখো মুসল্লির আর্তি ধ্বনিত হয় আকাশে-বাতাসে।

আখেরি মোনাজাতে তারা বিশ্ব মুসলিমের জন্য শান্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে আরজি রাখেন। এ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা জমশেদ।আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন। সকাল হতেই রাজধানীর উত্তর সীমানা তিল ঠাঁই নেই অবস্থায় পৌঁছায়।

দ্বিতীয় পর্বে ইজতেমার ৩৫টি দেশের প্রায় আড়াই হাজার মুসল্লি যোগ দেন। সব মিলিয়ে দেশ-বিদেশের ২৫ লাখ মানুষ মোনাজাতে শরিক হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।এক সপ্তাহ আগে শেষ হয়েছিল ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শেষদিনে আখেরি মোনাজাতে অংশ নেন লাখো জনতা। আর রবিবারের মোনাজাতের মাধ্যমের চলতি বছরের মতো সমাপ্তি টানা হলো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *