যা নিয়ে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী !!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারের তালিকায় থাকা এত ভুল নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, তালিকায় যে গোলমাল হয়েছে তা কোনোভাবেই কাম্য ছিল না। কীভাবে এই গোলমাল হল তা রহস্যের বিষয়।

বুধবার (১৮ ডিসেম্বর) এসব কথা বলেন তিনি। এর আগে, রাজাকারের তালিকা প্রকাশের পর থেকেই তা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। প্রবল বিতর্কের মুখে এবার রাজাকারের তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে এই তথ্য জানানো হয়। আরো জানানো হয়, নতুন করে আবার রাজাকারের তালিকা প্রকাশিত হবে সামনের ২৬শে মার্চ।

প্রসঙ্গত, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তাকারী ব্যক্তিদের প্রথম দফা তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর প্রকাশিত ১০ সহস্রাধিক রাজাকারের এ তালিকায় মুক্তিযোদ্ধাদের নামও ঢুকে পড়েছে। এ নিয়ে তোলপাড় চলছে দেশব্যাপী। তালিকা বাতিলের দাবি উঠছে বিভিন্ন ফোরাম থেকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ওই তালিকা সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *