যে কারণে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন গার্মেন্টসকর্মী ফারুক মিয়া !!

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের ফারুক মিয়া গার্মেন্টসকর্মী হলেও দাদার শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিণ গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজকে।শুক্রবার (২২ জানুয়ারি) ফারুক মিয়া তার বোন-জামাই, তিন বড় বোন ও ভাগ্নিকে নিয়ে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিণ গ্রামে।

এ সময় হেলিকপ্টারে আসা বর দেখতে এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন। সংসারে আর্থিক অনটন থাকলেও হেলিকপ্টারে চড়ে বিয়ে করে এলাকার সবাইকে রীতিমতো চমক দেখান ফারুক। প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ বলে জানান পরিবারের সদস্যরা।

জানা গেছে, ফারুক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হোসেনের ছেলে। হেলিকপ্টারে কয়েকজন চড়ে বিয়ে অনুষ্ঠানে গেলেও নৌপথে আমন্ত্রিত ২০০ জন বরযাত্রী কনের বাড়িতে উপস্থিত হন।

ফারুক বলেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কর্মী হিসেবে কাজ করতাম। করোনার কারণে চাকরি চলে যায়। এরপরও এক লাখ ৪৫ হাজার টাকা ভাড়ায় হেলিকপ্টারে বিয়ে করেছি। আমার দাদার স্বপ্ন পূরণ করেছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *