যে কারনে বাংলাদেশ সফরে আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী !!
আগামী ৮ ফেব্রুয়ারি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ ঢাকা আসছেন। এ সফরে বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে সমঝোতা স্মারক সই করতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দু’দিনের ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ।
সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় মালদ্বীপ। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বাংলাদেশ -মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষই এ বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।