রমজানে আরব আমিরাতের ইফতারকেন্দ্রিক জনসমাগমে নিষেধাজ্ঞা !!

পবিত্র রমজান এপ্রিলের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে । আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরেই করোনা ম’হামারির বিস্তার রোধে দুবাইয়ের পর এবার আমিরাতের শারজাতেও পবিত্র রমজান মাসের ইফতার উৎসব নিষিদ্ধ করেছে আমিরাত সরকার।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের বরাতে জানা যায়, আমিরাতের জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল (ইসিডিএমটি) পক্ষ থেকে করোনা ম’হামারি সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।আমিরাতে স্বভাবত অন্যান্য দেশের তুলনায় জাঁকজমক ভাবেই ইফতারের আয়োজন করা হয়। যেন কোনভাবেই ইফতারে জনসমাগম না হয় সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।

তার অংশ হিসেবে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ইফতার তাঁবু উৎসব নিষিদ্ধ করা হয়েছে। ভোজসভার আয়োজন, মসজিদ ও বাড়িতে, রেস্টুরেন্ট বা জনসমাগমে ইফতার-সামগ্রী বিতরণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।ইফতার-সামগ্রীতে বিশেষ ছাড়ের বিজ্ঞাপন প্রচারেও বিধি-নিষেধ আরোপ করা হয়। শুধুমাত্র আমিরাত সরকার অনুমোদিত দাতব্য সংস্থাকে বিধিমালা অনুসরণ করে ফ্রি খাবার বিতরণের অনুমোদন দেওয়া হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *