১০৪ প্রতিষ্ঠানের পাস করেনি কেউই !!

এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ১০৭। আজ রোববার (৩১ মে) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরার সময় এ তথ্য জানান।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৮২ দশমিক ৮৭। গত বছরের তুলনায় এ হার সামান্য বেশি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী।

তিনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে ফল ঘোষণা করেন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *