১৮ বছর পর শ্রাবন্তীর পরিবারে এলো নতুন সদস্য!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে শিরোনাম হয়েছেন। নেটিজেনরা এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু এবার এটি বিভিন্ন কারণে শিরোনামে এসেছে।
প্রায় ১৭ বছর পর শ্রাবন্তীর পরিবারে একটি নতুন সদস্য এসেছে। টলি নায়িকা উত্তেজনায় ভাসছে। শ্রাবন্তীর বোন স্মিতা ঘোষ চ্যাটার্জি মা হয়েছেন। শ্রাবন্তী তার বোনের ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
গত মাসে শ্রাবন্তী খবর ফাঁস করছিল যে সে খালা হতে চলেছে। মায়ের দায়িত্ব পালনের জন্য শ্রাবন্তী পা বাড়ায়। এবার নায়িকার দায়িত্ব বেড়ে গেল। শ্রাবন্তী নবজাতকের ছবি শেয়ার করে লিখেছেন, তার একটি ছেলে আছে… তোমার জন্য খুব খুশি বোন…। অনেক ভালোবাসা, প্রচুর ভালোবাসা.
শ্রাবন্তী দুই বোন, তার বোন ছোটবেলা থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের বন্ধু। স্মিতা ও সুজয় ২০১৬ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন। শ্রাবন্তীর বোন দুলাভাইও দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ‘শপথ’ নামে একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি স্মিতা ‘মৌচাক’ সিরিজেও অভিনয় করেছেন।