৬ ঘণ্টায় তিন বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু !!

করোনা;ভাইরাসে আ;ক্রান্ত হয়ে আ;ফ্রিকায় ছয় ঘণ্টা;য় তিন বাংলাদেশির মৃ;ত্যু হয়েছে। লে;সোথো, মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকায় একজন করে করোনায় মা;;রা গেছেন।

লেসোথোয় নকুল বনিক নামের একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি (শুক্রবার) সকালে লোসোথোর মাসেরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা;;রা যান। তিনি ১০ দিন ধরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ের নাগের হাটে।

এছাড়া মোজাম্বিকে করোনা উপসর্গ নিয়ে মুহাম্মদ হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। করো;নার উপস;র্গ নিয়েকয়েকদিন থেকে অসুস্থ মুহা;ম্মদ হোসেন মোজাম্বিকের সুইতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নে।

এছাড়াও দক্ষিণ আফ্রিকায় করো;নায় আরে;ক বাংলাদেশির মৃ;ত্যু হয়েছে। দেশটির জোহানেসবার্গের একটি হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম নামের ওই বাংলাদেশি শুক্রবার সকালে মা;রা যান। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *