আফগানিস্তান থেকে আসা ২০ হাজার কোটি টাকার হেরোইন জব্দ করল ভারত
ভারতের গুজরাটের মুন্ড্রা বন্দরে আফগানিস্তান থেকে প্রায় ১৯ টন হেরোইন যার বাজার মূল্য প্রায় ২০,০০০ কোটি রুপি ধরা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বন্দরটি পরিচালনা করে আদানি গ্রুপ।
গোয়েন্দা শাখার (ডিআরআই) কর্মকর্তারা সোমবার বন্দর থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করেন।
ডিআরআই সূত্রে খবর, মুন্ড্রা বন্দরে দুটি কনটেইনার এসেছে। পাত্রে দুটি গুঁড়ো দিয়ে চিহ্নিত করা হয়েছিল। কেন এটি চিহ্নিত করা হয়েছিল তা নিয়ে ডিআরআই কর্মকর্তারা সন্দিহান। তখনই তারা দুটি কন্টেইনার জব্দ করে।
একটি কন্টেনারে ভরা রয়েছে দু’হাজার কেজি মাদক। অন্যটিতে এক হাজার কেজি। ওই মাদক আফগানিস্তানের। সেগুলো ইরান থেকে কন্টেনারবন্দি করে জাহাজে তোলা হয়। ডিআরআই জানিয়েছে, যে পরিমাণ মাদক ধরা পড়েছে তার বর্তমান বাজারমূল্য ১৯ হাজার ৯০০ কোটি টাকা।
গুজরাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর ডিআরআই কর্মকর্তারা আহমেদাবাদ, দিল্লি, চেন্নাই, গান্ধীধাম এবং মান্ডভিতে তল্লাশি চালাচ্ছেন। ডিআরআই তদন্ত শুরু করেছে এই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করা হচ্ছিল।
আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় হেরোইন উৎপাদনকারী দেশ। বিশ্বের মোট উৎপাদনের ৮০-৯০ শতাংশ এই দেশ থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে মাদকের উৎপাদন বেড়েছে।