এবার করোনা’ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে ইরানে নারীর মৃ’ত্যু !!
চীন থেকে ছড়িয়ে পড়া ক’রো’না’ভা’ই’রা’সে আ’ক্রা’ন্ত হয়ে এবার ইরানে এক নারীর মৃ’ত্যু হয়েছে। ইরানের এক সংবাদ পত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) তেহরানের একটি হাসপাতালে ওই নারীর মৃ’ত্যু হয়েছে বলে জানায় তারা।এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখয়াপাত্র খাইনুস জোহানপুর ওই নারীর মৃ’ত্যু’র তথ্য অস্বীকার করেছেন। তিনি জানান, ইরানের ক’রো’না’ভা’ইরাসে কেউ আ’ক্রা’ন্ত হয়নি।
চীনের উহানের একটি সামুদ্রিক প্রাণী কেনাবেচার বাজার থেকে গত ডিসেম্বরে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এটির নতুন নাম দেয়া হয়েছে কভিড-১৯।
চীনে এখন পর্যন্ত এই সং’ক্র’ম’ণে ১১১২ জন মা’রা গেছেন। এছাড়া ফিলিপিন্স ও হংকংয়ে আরও দুজন মা’রা গেছেন। ক’রো’না’য় সর্বমোট আ’ক্রা’ন্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫০ জন।