মালয়েশিয়ায় বাংলাদেশির টাকা নিয়ে রেমিট্যান্স এজেন্ট উধাও
মালয়েশিয়ায় ‘আনিকা টপআপ’ নামে এক এজেন্ট এক বাংলাদেশি গ্রাহকের ২৮ হাজার ২০০ মালয়েশিয়ান রিঙ্গিত হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) নেগারি সেম্বিলানের জেমপল জেলা পুলিশ প্রধান হু চ্যাং হুক এ তথ্য জানান।
হু চ্যাং হুক জানান, ভুক্তভোগী বাংলাদেশি পরিবারে টাকা দেবার নাম করে অনলাইনের মাধ্যমে টাকা জমা করেন। পরে ওই কোম্পানি প্রমান স্বরূপ কয়েকটি ভুয়া ব্যাংক স্লিপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। শেষ পর্যন্ত পরিবার টাকা না পাওয়ার কথা জানালে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারনার শিকার।
ওই এজেন্টের ঠিকানায় গিয়ে টাকা ফেরতের দাবিতে প্র’তার’ণার শিকার গ্রাহকরা এজেন্ট আউটলেট ঘেরাও করলেও তার কোন হদিস মেলেনি। এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে তার বি’রু’দ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ জানায় এই এজেন্টটি বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্র’তা’রণা করে যাচ্ছেন। ‘আনিকা টপআপ’ এজেন্ট’কে খুঁজে বের করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।